নীল বিদ্রোহের কারণ আলোচনা করো।

  ভূমিকা : ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে নীলচাষিদের উপর নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীলচাষিদের সংঘবদ্ধ আন্দোলনকে নীল বিদ্রোহ বলে। ১৮৫১ খ্রিঃ এই বিদ্রোহের সূচনা হয়।

নীল বিদ্রোহের কারণঃ নীল বিদ্রোহটি ছিল বিভিন্ন কারণের সম্মিলিত ফল। এই বিদ্রোহের কারণগুলি হল-

(1) নীলকর সাহেবদের অত্যাচার : নীল বিদ্রোহের অন্যতম কারণ ছিল কোন চাষির ইচ্ছার বিরুদ্ধে নীলচাষ করানো। নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ ছিল এই বিদ্রোহের অন্যতম কারণ।

(2) উৎকৃষ্ট জমিতে নীলচাষ করানো : নীলকর সাহেবরা সব সময় কৃষককে উৎকৃষ্ট জমিতে নীলচাষ করিয়ে নিত। কোন কৃষকই তাদের খাদ্যশস্য ছেড়ে ওই উৎকৃষ্ট জমিতে নীল চাষে আগ্রহী ছিল না।

(3) দাদন প্রথা : দাদন শব্দের অর্থ হল অগ্রিম। নীলকর সাহেবরা নীল চাষের জন্য বিঘা প্রতি দুটাকা করে দাদন বা অগ্রিম দেওয়া হত। আর একবার দাদন নিলে শোধ হত না ।

(4) প্রতারণা ও কারচুপি : নীলকররা নীল চাষিদের বিভিন্নভাবে প্রতারিত করত। নীল কেনার সময় নীলের ওজন কম দেখাত কম দামে নীল বিক্রি করতে বাধ্য করত, তাছাড়া জোর করে বিভিন্নভাবে অর্থ আদায় করত।

পঞ্চম আইন : ১৮৩০ খ্রিঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পঞম আইন পাশ করে ঘোষণা করেন যে কোনো চাষি দাদন নিয়ে চাষ না করলে তা বেআইনি বলে গণ্য হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এর ফলে নীল চাষিদের ওপর অত্যাচার অনেক বেড়েছিল।      

নীল বিদ্রোহের কারণ আলোচনা করো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×